ফুলবাড়ীগেট প্রতিনিধি : বাংলাদেশ তৃনমূল পার্টির উদ্যেগে শনিবার (১৯ নভেম্বর) সকাল ৯ টা থেকে বিকাল ৪ পর্যন্ত খানাবাড়ি গালর্স হাইস্কুলে বিনামুল্যে গরিব অসহায় রোগিদের মধ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। সকালে দলের চেয়ারপার্সন জুলিয়া আক্তার প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্ভোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের ভাইস চেয়ারম্যান মোঃ মাহফুজুর রহমান, দপ্তর সম্পাদক মোঃ রশিদ শেখ, শ্রম বিষয়ক সম্পাদক মোঃ সোহরাব হোসেন, খুলনা মহানগর আহবায়ক কমিটির আহবায়ক, আঃ মান্নান পাটোয়ারী, সদস্য সচিব মোঃ মাকসুদ শেখ, যুগ্ম আহবায়ক মোঃ তাহমিদ হোসেন, যুগ্ম আহবায়ক মোঃ ইমরান হোসেন, খানজাহান আলী থানার আহবায়ক মোঃ সাইদুল ইসলাম বাবুল, সদস্য সচিব মোঃ জসিম হাওলাদার, দৌলতপুর থানার আহবায়ক মোঃ শেখ শাহীন, সদস্য সচিব মোঃ মাহাবুবুর রহমান শামীম, খালিশপুর থানা আহবায়ক মোঃ সেলিম শিকদার, সদস্য সচিব নান্নু খান, মহিলা নেত্রী শিরীনা আক্তার, শেফালী বেগম, লিমা খাতুন, নাজনীন আক্তারসহ স্থানীয় নেতৃবৃন্দ। এ সময় শতাধিক রোগিদের চিকিৎসাসেবা প্রদান করেন ডাঃ শেখ আতাউর রহমান, সহকারী ডাঃ মৌসুমি আক্তার, সেবিকা সাদিয়া রহমান হ্যাপি।