ফুলবাড়ীগেট প্রতিনিধি : বাংলাদেশ তৃনমূল পার্টির পক্ষ থেকে খুলনা মহানগর এর অন্তর্গত খালিশপুর থানার বাস্তহারা এলাকায় ঘুর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে অতিবৃষ্টির পানিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বিকাল ৪টায় ত্রাণ বিতরণ কর্মসূচি পালন করা হয়।
পার্টির চেয়ারপার্সন জুলিয়া আক্তার প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ত্রাণ বিতরণ কর্মসূচি পালন করেন। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ তৃনমূল পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এম গোলাম কিবরিয়া, কেন্দীয় সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, খুলনা মহানগর আহবায়ক কমিটির আহবায়ক আঃ মান্নান পাটোয়ারী, সদস্য সচিব মাকসুদ শেখ, যুগ্ম আহবায়ক মোঃ ইমরান হোসেন, মোঃ মোমিন, ডাঃ রিয়াজ, খালিশপুর থানা আহবায়ক কমিটির আহবায়ক সেলিম চৌধুরী , সদস্য সচিব, নান্নু খান, দৌলতপুর থানার সদস্য সচিব শামীম চৌধুরী, সিরাজ চৌধুরী, খালিশপুর থানার মহিলা নেত্রী লিমা খাতুনসহ খালিশপুর, দৌলতপুর সহ খুলনা মহানগরের বাংলাদেশ তৃনমূল পার্টির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।