UsharAlo logo
রবিবার, ১৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

তেরখাদা কৃষি অফিসের উদ্যোগে ফল মেলা 

koushikkln
জুলাই ১৪, ২০২২ ১০:০২ অপরাহ্ণ
Link Copied!

তেরখাদা প্রতিনিধি: ‘বছরব্যাপী ফল চাষে, অর্থ পুষ্টি দুই আসে’ এই স্লোগানকে সামনে রেখে ২০২১-২২ অর্থ বছরের রাজস্ব অর্থায়নের আওতায় ফলমেলার ‍্যালি ও আলোচনা সভা হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার (১৪ জুলাই)  সকাল এগারোটায় কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে  স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শরাফত হোসেন মুক্তি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি তেরখাদা ইউপি চেয়ারম্যান এফ এম অহিদুজ্জামান,সাধারণ সম্পাদক বারাসাত ইউপি চেয়ারম্যান কে এম আলমগীর হোসেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মধুপুর ইউপি চেয়ারম্যান শেখ মোঃ মোহসিন, সাচিয়াদাহ ইউপি চেয়ারম্যান মোঃ বুলবুল আহমেদ,ছাগলাদাহ ইউপি চেয়ারম্যান এস এম দ্বীন ইসলাম, আজগড়া ইউপি চেয়ারম্যান কৃষ্ণ মেনন রায়, একাডেমিক সুপারভাইজার সাহেলা সুলতানা, সদস্য মোঃ জাহাঙ্গীর মুন্সী, সদস্য মোঃ ইকরাদুল মোল্লা, সদস্য মোঃ তারিকুল ইসলাম, মোঃ মুসা শরীফ প্রমুখ।