UsharAlo logo
শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তেরখাদায় ইলিশ সম্পদ উন্নয়নে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ

koushikkln
ডিসেম্বর ২৯, ২০২২ ১১:১৮ অপরাহ্ণ
Link Copied!

তেরখাদা প্রতিনিধি:তেরখাদা উপজেলায় জেলেদের মাঝে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে উপকরণ সহায়তা হিসেবে (বিশটি) ইলিশ জেলে পরিবারের মাঝে (বিশটি) বকনা বাছুর বিতরণ করা হয়েছে। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল এগারোটার সময় উপজেলা পরিষদ চত্বরে এসব বকনা বাছুর বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে সিনিয়র উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দীপঙ্কর পালের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বকনা বাছুর বিতরণ করেন জেলা মৎস্য অফিসার কৃষিবিদ জয়দেব পাল। সম্মানিত অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শেখ শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শরাফাত হোসেন মুক্তি।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সোহেল রানা,মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ নাজমুল হক, সমাজসেবা কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজিজুর রহমান,সহকারী মৎস কর্মকর্তা বিধানচন্দ্র মন্ডল সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও উপকারভোগী জেলে পরিবারের ের সদস্যবৃন্দ।