তেরখাদা প্রতিনিধি: “নিরাপদে মাছে ভরব দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে তেরখাদা উপজেলায় উদ্বোধন, রেলি,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ সহ নানা কর্মসূচির মাধ্যমে উদযাপিত হয়েছে। জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উদযাপন কমিটির আয়োজনে রবিবার সকাল এগারোটায় জাতীয় মৎস্য সপ্তাহ (২৩ থেকে ২৯ জুলাই) উদ্বোধন শেষে শোভাযাত্রা আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য প্রদান করেন সিনিয়র মৎস্য কর্মকর্তা দীপঙ্কর পাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শেখ শহিদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান শরাফত হোসেন মুক্তি। অন্যান্যদের উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি তেরখাদা ইউপি চেয়ারম্যান এফ এম অহিদুজ্জামান, সাধারণ সম্পাদক বারাসাত ইউপি চেয়ারম্যান কে এম আলমগীর হোসেন,সাচিয়াদাহ ইউপি চেয়ারম্যান মোঃ বুলবুল আহমেদ,বীর মুক্তিযোদ্ধা চৌধুরী আবুল খায়ের, একাডেমিক সুপারভাইজার সাহেলা সুলতানা, মৎস্য ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখায় মোঃ শাকিল আহমেদসহ বিভিন্ন পর্যায়ের মৎস্য চাষীদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়।
এ সময় বিভিন্ন পর্যায়ের মৎস্য চাষী বিভিন্ন দপ্তরে কর্মকর্তা-কর্মচারী ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।