UsharAlo logo
রবিবার, ১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

তেরখাদায় পানিতে ডুবে শিশু সহোদরের মৃত্যু

ঊষার আলো
মার্চ ২৭, ২০২৩ ৬:২৮ অপরাহ্ণ
Link Copied!

তেরখাদা প্রতিনিধি : তেরখাদা উপজেলার বারাসাত ইউনিয়নের হাড়িখালি এলাকায় পানিতে পড়ে আপন সহোদরের মৃত্যু হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার (২৭ মার্চ) দুপুর দেড়টার সময় হাড়িখালি এলাকার সরফরাজ শিকদার ফরহাদ মেম্বারের দুই ছেলে শাহরিয়ার(৭) ও সায়ান (৪) বাড়ির পাশে ডোবায় পানিতে অসাবধানতাবশত পড়ে যায়। বাড়ির স্বজনরা খোঁজাখুঁজির একপর্যায়ে পানি থেকে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। একই সাথে দুই সহোদরের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্বজনদের আহাজারিতে এলাকার আকাশ-বাতাস ভারী হয়ে উঠছে।

এ বিষয়ে তেরখাদা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জহুরুল আলম সকল অভিভাবকদের শিশুদের প্রতি যত্নশীল ও সচেতন থাকার আহ্বান জানান এ বিষয়ে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।