UsharAlo logo
সোমবার, ৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

তেরখাদায় বিষপানে যুবকের আত্মহত্যা

ঊষার আলো
এপ্রিল ১২, ২০২৩ ৯:০৮ অপরাহ্ণ
Link Copied!

তেরখাদা প্রতিনিধি : তেরখাদার বারাসাত ইউনিয়নের আবনালী এলাকায় বিষপানে যুবকের আত্মহত্যা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার (১২ এপ্রিল) ভোর চারটার সময় বারাসাত ইউনিয়নের আবনালী এলাকার বিল্লাল বিশ্বাসের ছেলে সাইফুল বিশ্বাস (আবুল) (২০) নিজ বসত বাড়িতে রাখা কীটনাশক পান করে অসুস্থ হয়ে পড়ে। স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল নয়টায় মৃত্যুবরণ করেন।

প্রাথমিকভাবে লোকমুখে শোনা যায় যে, সাইফুল বিশ্বাস মানসি ভাবে ভারসাম্যহীন ছিলেন।