UsharAlo logo
রবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তেরখাদায় মোকামপুর বাজারে আগুনে পুড়ে পাঁচটি দোকান ভস্মীভূত

তেরখাদা প্রতিনিধি
জানুয়ারি ১১, ২০২৪ ৭:৪৪ অপরাহ্ণ
Link Copied!

তেরখাদা উপজেলার মধুপুর ইউনিয়নের মোকামপুর বাজারে আগুনে পুড়ে পাঁচটি দোকান ভস্মীভূত হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্যমতে জানা যায় গতকাল বুধবার দিবাগত রাত তিনটার সময় মোকামপুর বাজারের চা-পান ব্যবসায়ী সালাউদ্দিন শেখের চা পানের দোকান থেকে আগুনের সূত্রপাত হয় মুহূর্তের মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলে ছড়িয়ে পড়ে আশেপাশের দোকানে।

বাজারের নাইটগার্ড ও স্থানীয় লোকজনদের ডাকচিৎকারে আশেপাশের লোক ঘটনা স্থলে এসে আগুন নেভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসকে খবর দেয়।দোকানগুলো টিনের তৈরি হওয়ায় এবং ভিতরে গ্যাসের সিলিন্ডার থাকায় আগুন খুব দ্রুত আশেপাশের দোকানে ছড়িয়ে পড়ে চারটি দোকান পুড়ে ভস্মীভূত হয়ে যায়।

পরবর্তীতে রূপসা ফায়ার সার্ভিস ইউনিট ঘটনা স্থলে এসে আগুন নিভিয়ে পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে আসেন। প্রাথমিকভাবে জানা যায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয় এবং আগুনে ব্যবসায়ীদের প্রায় পাঁচ থেকে সাত লক্ষ টাকার ক্ষতি হয়েছে।