UsharAlo logo
বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

তেরখাদার আটলিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত

usharalodesk
মার্চ ২৩, ২০২৩ ৭:৩৫ অপরাহ্ণ
Link Copied!

তেরখাদা প্রতিনিধি : তেরখাদা উপজেলার সদর ইউনিয়নের আটলিয়া মোটরসাইকেলের ধাক্কায় এক জন আহত ও বৃদ্ধা নিহত হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায় বৃহস্পতিবার (২৩ মার্চ) সকাল এগারোটার সময় নড়াইল জেলার কালিয়া উপজেলার বড়নাল এলাকার আব্দুর রাজ্জাক মল্লিকের স্ত্রী সাবিনা ইয়াসমিন (৬০) বাড়ি থেকে ভ্যানযোগে মেয়ে-নাতনিসহ তেরখাদার উদ্দেশ্য যাচ্ছিলেন। পথিমধ্য আটলিয়া এলাকার রাজুর দোকান এর কাছে পৌঁছালে রাজাপুর এলাকার ইন্দা মোল্লার ছেলে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানে সজোরে ধাক্কা মেরে বৃদ্ধা মহিলাকে চাপা দেয় এতে ঘটনা স্থলে বৃদ্ধা ও বৃদ্ধার মেয়ে সোমা বেগম (২৫) মারাত্মকভাবে আহত হয়। সেখান থেকে এলকাবাসী তাদের উদ্ধার করে সাবিনা ইয়াসমিন (৬০)কে উন্নত চিকিৎসার জন্য খুলনা নেওয়ার পথে বেলা বারোটার দিকে মারা যায় এবং মেয়ে সুমা হাত ভেঙে বর্তমানে কালিয়ায় চিকিৎসাধীন রয়েছে।

মটর সাইকেল চালক ইন্দা মোল্লার ছেলে পলাতক রয়েছে এবং মটর সাইকেল তেরখাদা থানা হেফাজতে রয়েছে।

এ বিষয়ে তেরখাদা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জহুরুল আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন এ বিষয়ে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।