তেরখাদা প্রতিনিধি: তেরখাদায় উপজেলা সদরসহ বিভিন্ন ইউনিয়নের স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করেছেন জেলা সিভিল সার্জন ডাক্তার সুজাত আহমেদ।সরকারী নির্দেশনা অনুযায়ী সারাদেশের ন্যায় স্বাস্থ্যসেবার মান বৃদ্ধির জন্য সোমবার (১০ অক্টোবর) সকাল এগারোটার সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন এবং পাশাপাশি তিনি সংশ্লিষ্ট সকল দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের সেবা নিতে আসা সকল পর্যায়ের জনগণের স্বাস্থ্য সেবার মান নিশ্চিতে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডাক্তার হেলেনা আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান শরাফাত হোসেন মুক্তি, আবাসিক মেডিকেল অফিসার ডা: মোঃ ইব্রাহিম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি তেরখাদা ইউপি চেয়ারম্যান এফ এম অহিদুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সোহেল রানা, প্রধান সহকারী কাম হিসাব রক্ষক মোল্যা হুমায়ুন কবির, ইউপি সদস্য মোঃ জাহাঙ্গীর মুন্সী ও মোঃ ইকরামুল মোল্যাসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের সামাজিক রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য যে এদিন তিনি তেরখাদা আশার আলো ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর কার্যক্রম উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এবং স্বাস্থ্যসেবার মান সুনিশ্চিত করতে সেবা প্রত্যাশীদের সহযোগিতা সহ ক্লিনিক কর্তৃপক্ষদের সচেতন ও বেশি বেশি দায়িত্বশীল ভ‚মিকা পালন করার জন্য আহŸান জানান।