UsharAlo logo
সোমবার, ৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তেরখাদায় ইউএনও’র হস্তক্ষেপে বাল্য বিয়ে পণ্ড: জেল ও জরিমানা

koushikkln
আগস্ট ১৯, ২০২২ ১১:৩৬ অপরাহ্ণ
Link Copied!

তেরখাদা প্রতিনিধি: তেরখাদায় বাল্য বিয়ের অপরাধে ভ্রাম্যমান আদালতে পাত্রীর মা ও পাত্রের এক অভিভাবক কে (৬ মাসের) বিনাশ্রম কারাদ- প্রদান ও (৫০ হাজার টাকা) জরিমানা করা হয়েছে। সূত্রমতে জানা যায় গত বৃহস্পতিবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলার বারাসাত ইউনিয়নের ইখড়ি চরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ইখড়ি চরপাড়া গ্রামের শফিক কাজীর সপ্তম শ্রেণীর মাদ্রাসার শিক্ষার্থী নাবালিকা কন্যা আদুরী (১২) কে বিয়ে দিচ্ছিলেন রুপসা উপজেলার পুঁটিমারি গ্রামের আব্দুর রশিদের ছেলে শাহিন আহমেদ (২১) সাথে।মেয়ের পরিবারের পক্ষ থেকে বিয়ের সকল প্রকার প্রস্তুতি ও আয়োজন ঠিকঠাক মত ছিল।কিন্তু গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান সহ সঙ্গীয় মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ নাজমুল হক,এস আই মোঃ মনিরুজ্জামান ফোর্স নিয়ে হাজির হন বিয়ে বাড়িতে।সাথে সাথে শুরু হয় লুকোচুরি খেলা, মুহূর্তের মধ্যে বিয়ে বাড়ির দু-পক্ষের অভিভাবক সহ অন্যান্যরা চম্পট দেয়, সাথে সাথে পন্ড হয়ে যায় বিয়ে ও বিয়ের অনুষ্ঠান।এ সময় মেয়ের মা খুকু মনি ও ছেলের খালাতো ভাই আলম কে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রথম শ্রেণীর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান বাল্যবিবাহ নিরোধ আইনে ছয় মাসের বিনাশ্রম কারাদ- ও(৫০ হাজার টাকা) জরিমানা করেন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান সকলের উদ্দেশে বলেন বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি এবং আইনের শাস্তিযোগ্য অপরাধ,ফলে সকলকে অত্যন্ত সচেতনতার সাথে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে বাল্যবিবাহ প্রতিরোধে এগিয়ে আসতে হবে। পাশাপাশি তিনি বাল্যবিবাহ রোধে আইনের কঠোর পদক্ষেপ গ্রহণ করা সহ অভিযান অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।