তেরখাদা প্রতিনিধি: সোমবার (১৭ মে) সকাল ১১ টার দিকে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির উদ্যোগে তেরখাদা উপজেলার তেরখাদা ইউনিয়নের রামমাঝি গ্রামে স্বামী দ্বারা নির্যাতিত মহিলা খুরশিদা বেগমকে জরুরী চিকৎসা সহায়তা বাবদ আর্থিক সহায়তা(১৫০০ টাকা) প্রদান করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোঃ নাজমুল হক, ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির মাঠ সংগঠক লিপি বিশ্বাস, পল্লী সমাজ সংগঠনের সদস্য সাবিনা বেগম। এর আগেও এ সংগঠনের আয়োজনে স্বামী দ্বারা নির্যাতিতা মহিলাদের মাঝে আর্থিক সহায়তা বিতরণ করা হয়। লিপি বিশ্বাস বলেন, এটি একটি চলমান প্রক্রিয়া।