UsharAlo logo
শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

দলের নিহত নেতাকর্মীদের পরিবারের পাশে জেলা বিএনপির সভাপতি

koushikkln
মে ১৬, ২০২১ ৮:৩১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ডুমুরিয়ায় দলের নিহত নেতা কর্মীদের পরিবারের সদস্যদের সাথে সৌজন্যে সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন খুলনা জেলা বিএনপির সভাপতি এড. এস এম শফিকুল আলম মনা।  রবিবার (১৬ মে) দুপুরে প্রথমে  ডুমুরিয়া উপজেলা পরিষদের সাবেক জনপ্রিয় চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি খান আলী মুনসুর এর কবর জিয়ারতের মধ্যে দিয়ে এ যাত্রা শুরু করেন। পরে তার পরিবারের সদস্যদের সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন। এর পর ১০নং ভান্ডার পাড়া ইউনিয়ন বিএনপি নেতা কালাম ফকির, ডুমুরিয়া উপজেলা যুবদল নেতা গাজী সুমন, ১ং ধামালিয়া ইউনিয়ন বিএনপি নেতা শহীদ মুনসুর গাজী এর রুহের মাগফেরাত কামনা করে কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সাথে সৌজন্যে সাক্ষাৎ ও পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির যুগ্ম সম্পাদক কেএম আশরাফুল আলম নান্নু, এড. একেএন শহিদুল আলম, ডুমুরিয়া উপজেলা বিএনপির আহবায়ক মোল্লা মোশাররফ হোসেন মফিজ, বটিয়াঘাটা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক খন্দকার ফারুক হোসেন, জেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক তানভিরুল আজম রুম্মান, ডুমুরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ সরোয়ার হোসেন, উপজেলা বিএনপি নেতা শেখ শাহীনুর রহমান, মোল্লা কবির হোসেন, দেলোয়ার হোসেন, মোল্লা ইকরামুল ইসলাম, মাস্টার আইয়ুব আলী, খান শফিকুল ইসলাম, বি এম জহুরুল হক, হুমায়ুন কবির স্বপন যুবদল নেতা পারভেজ গাজী, জিয়াউর রহমান খান জীবন, তাজনুর রশিদ খান, ছাত্রনেতা আবরার হোসেন খান সৈকত। এ ছাড়াও উপস্থিত ছিলেন ধামালিয়া ইউনিয়ন বিএনপি নেতা হুমায়ুন কবির স্বপন, আবু দাউদ গোলদার, জাকির হোসেন গাজী, বাবুল হোসেন গাজী, আরজান হুসাইন গাজী, মনির হোসেন গাজী, জাহাঙ্গীর হোসেন, হুমায়ুন আকুঞ্জি, রেজাউল সরদার, নুর মোহাম্মদ, জাহিদুল ইসলামসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।