UsharAlo logo
রবিবার, ২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

দিনের আলোতে সরকারি কর্মকর্তা সেজে ৫০০ টন ওজনের লোহার ব্রিজ চুরি!

pial
এপ্রিল ১৩, ২০২২ ৩:৩৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারে চুরি হয়ে গেলো আস্ত এক লোহার ব্রিজ। সরকারি কর্মকর্তা সেজে চুরি করা হয় ৬০ ফুট দীর্ঘ সেই সেতুটি। যার ওজন ছিল প্রায় ৫০০ টনের মত। অদ্ভুত এ কাণ্ড ঘটেছে বিহার রাজ্যের সাসারাম থেকে ৪০ কিলোমিটার দূরের গ্রাম আমিয়াওয়ার গ্রামে।

আরা-সোনে নামের খালের উপর নির্মিত সেতুটি ছিল ৪৫ বছরের পুরানো। একেবারে দিনের আলোতেই যা চুরি করে নিয়ে যায় চোর চক্র। গ্যাসকাটার এবং বুলডোজার নিয়ে হাজির হয় চোরের দল। তিনদিন ধরে কাটা হয় ব্রিজ, পরে তুলে নিয়ে যায় পিকআপ ভ্যানে।

এদিকে হিন্দুস্থান টাইমসের খবর অনুযায়ী জানা যায়, চুরির ঘটনা দেখেছেন কিছু গ্রামবাসী। এই ঘটনায় জড়িতদের সন্ধানে চলছে পুলিশের বিশেষ অভিযান। তবে যদিও এখনো কাউকে গ্রেফতার করা হয়নি। সূত্র: হিন্দুস্থান টাইমস।

(ঊষার আলো-এফএসপি)