UsharAlo logo
বুধবার, ২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দুস্কৃতিকারীদের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে: এমপি বাবু

koushikkln
আগস্ট ২৪, ২০২২ ১০:০৫ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনা-৬ আসনের সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু বলেছেন, ষড়যন্ত্রকারীরা স্বাধীনতার পর যেমন তাদের ষড়যন্ত্র থেমে থাকেনি তেমনি বঙ্গবন্ধুকে হত্যার পরও ষড়যন্ত্র থেমে যায়নি। ষড়যন্ত্রের অংশ হিসেবে বঙ্গবন্ধু হত্যার পরবর্তী সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সরকার এবং আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। এরা ভয়ংকর দুস্কৃতিকারী। এরা আগামী নির্বাচনকে সামনে রেখে বিশৃঙ্খলার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করতে চাই। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার মধ্য দিয়ে সমাজের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে চাই। এদের বিরুদ্ধে সরকারি কর্মকর্তা, পুলিশ, প্রশাসন সহ সকলকে সতর্ক থাকতে হবে। তিনি বলেন, আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় এবং শেখ হাসিনা যতদিন সরকার প্রধান থাকবে ততদিন এদেশের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে শান্তিতে বসবাস করবে।

তিনি বুধবার (২৪ আগস্ট) সকালে পাইকগাছা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, সহকারী কমিশনার (ভূমি) এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, ওসি জিয়াউর রহমান। বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আবুল কালাম আজাদ, কওছার আলী জোয়াদ্দার, রিপন কুমার মন্ডল, কাজল কান্তি বিশ^াস, আবু জাফর সিদ্দিকী রাজু, আব্দুল মান্নান গাজী, শাহজাদা মোঃ আবু ইলিয়াস, জিএম আব্দুস সালাম কেরু, শেখ জিয়াদুল ইসলাম, প্যানেল মেয়র শেখ মাহাবুবর রহমান রনজু, প্রধান শিক্ষক খালেকুজ্জামান, অধ্যক্ষ আজহারুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ বিষ্ণুপদ বিশ^াস, কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা টিপু সুলতান, প্রকৌশলী হাফিজুর রহমান খান, শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, মেডিকেল অফিসার ডাঃ সঞ্জয় কুমার মন্ডল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান, খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান, বন কর্মকর্তা প্রেমানন্দ রায়, পল্লী উন্নয়ন কর্মকর্তা রাজিবুল হাসান, পরিসংখ্যান কর্মকর্তা কবিরুল ইসলাম, ইউআরসি ইন্সট্যাক্টর ঈমান আলী, পাউবো’র উপ-সহকারী প্রকৌশলী রাজু হাওলাদার, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক জয়ন্ত কুমার ঘোষ, একাডেমিক সুপার ভাইজার মীর নূরে আলম সিদ্দিকী, আনসার ও ভিডিপি প্রশিক্ষক আলতাফ হোসেন, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জিএম বাবলুর রহমান, জেলা আওয়ামী লীগনেতা শেখ আনিছুর রহমান মুক্ত, প্রেসক্লাবের সভাপতি এফএমএ রাজ্জাক, সহ-সভাপতি তৃপ্তি রঞ্জন সেন ও মোঃ আব্দুল আজিজ। সভায় সাম্প্রদায়িক সম্প্রীতি, লোড শেডিং, চুরি, জুয়া, নদী দখল, ফেসবুক এর অপব্যবহার ও যানজট নিরসন সহ আইন শৃঙ্খলা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহিত হয়। পরে উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টুর সভাপতিত্বে মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।