ঊষার আলো ডেস্ক : খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক বলেছেন, জামায়াত ৭১-এ এদেশের মাবোনের ইজ্জত লুণ্ঠন করেছে আর বিএনপি জামায়াতকে সাথে নিয়ে ২০০১ সালে এদেশে সংখ্যা লঘু মা বোনের ইজ্জত হরণ করেছে। তাদের মুখে মানবতা মানায় না। আজ জাতিসংঘ বাংলাদেশকে একটি মানবিক দেশ হিসেবে স্বীকার করেছে।
তিনি আরো বলেন, বিএনপি রাজনীতির মাঠে নামার মত কোন ইস্যু খুজে না পেয়ে নিরীহ মানুষের উপর হামলা চালিয়ে দেশকে অশান্ত করতে চায়। তারা ষড়যন্ত্র করছে বাংলাদেশকে যাতে আবার পেছনের দিকে নিয়ে যাওয়া যায়। বিএনপি তাদের সন্ত্রাসী বাহিনী লেলিয়ে দিয়ে সারা দেশে নৈরাজ্য সৃষ্টি করছে। তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, দেশের শান্তি বজায় রাখতে বিএনপি’র সন্ত্রাসীদের যেখানে পাওয়া যাবে সেখানেই প্রতিহত করতে হবে। দেশ ও জাতির উন্নয়নের স্বার্থে কোন সন্ত্রাসী কর্মকা- হতে দেয়া যাবে না।
রবিবার (২৮ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় খালিশপুর থানা মহিলা আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে অনুষ্ঠিত শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। থানা মহিলা আওয়ামী লীগ সভাপতি শারমিন রহমান শিখার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তাসলিমা আক্তার লিমার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য করেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, সহ-সভাপতি শেখ শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আশরাফুল ইসলাম, থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বাশার, মহানগর মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাউন্সিলর পারভীন আক্তার, প্যানেল মেয়র এ্যাড. মেমরী সুফিয়া রহমান শুনু, ইলা রহমান, তসালমা জাহান, সাজেদা আক্তার শিখা, আরিফা আক্তার। এসময়ে উপস্থিত ছিলেন, খুলনা মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শেখ ফারুক হাসান হিটলু, কাউন্সিলর মুন্সি আব্দুল ওয়াদুদ, এস এম আকিল উদ্দিন, কাউন্সিলর ডালিম হাওলাদার, কাউন্সিলর রহিমা আক্তার হেনা, আব্দুস সাত্তার লিটন, কাজী এনায়েত আলী আলো, মো. জাকির হোসেন, জিয়াউল আলম খান খোকন, মো. শাহজাহান জমাদ্দার, ইমরুল হোসেন, রেহানা গাজী, জেসমিন সুলতানা শম্পা, আফরোজা জেসমিন বিথী. রিনা বেগম, জোৎ¯œা বেগম, শাজেদা আক্তার শিখা, হাজেরা বেগম, জরিনা আক্তার জলি, কল্পনা আক্তার, খুকু আক্তার, সালমা বেগম, লুবনা আক্তার লাকি, রোজিনা আক্তার লাকি, তৌহিদা ইসলাম লিনা প্রমুখ।
আলোচনা সভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমান সহ শোকাবহ আগস্টে সকল শহীদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।