UsharAlo logo
বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দেশে করোনায় মৃত্যুহীন দিনে শনাক্ত ২৫

pial
মে ১, ২০২২ ৪:৫৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : বাংলাদেশে ৩০ এপ্রিল সকাল ৮টা থেকে ১ মে সকাল ৮টা পর্যন্ত করোনাভাইরাসে কারোর মৃত্যুর খবর পাওয়া যায়নি। কাজে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ১২৭ অপরিবর্তিত রয়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশে ২৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে মোট ১৯ লাখ ৫২ হাজার ৭১৬ জন।

আজ রোববার (১ মে) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন ২৯৩ জন। এখন পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৮ লাখ ৯৫ হাজার ৬৯৭ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার দশমিক ৯৫ শতাংশ। এখন পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৩ দশমিক ৯৫ শতাংশ। সুস্থতার হার ৯৭ দশমিক ০৮ শতাংশ ও করোনায় মৃত‌্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।

(ঊষার আলো-এফএসপি)