UsharAlo logo
রবিবার, ৪ঠা মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

দেশের প্রথম অঙ্কণশিল্প শিক্ষা প্রতিষ্ঠান সংরক্ষণে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

koushikkln
আগস্ট ২৩, ২০২২ ৫:৫১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : শিল্পী শশীভূষণ পাল কর্তৃক তৈরি শতবর্ষী দেশের প্রথম অঙ্কণশিল্প শিক্ষা প্রতিষ্ঠানটি সংরক্ষণ করার দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২৩ আগস্ট) বেলা ১১টায় জনউদ্যোগ ও গুণীজন স্মৃতি পরিষদের যৌথ আয়োজনে জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদারের নিকট এই স্মারকলিপি প্রদান করা হয়েছে।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন গুণীজন স্মৃতি পরিষদের উপদেষ্টা সাংবাদিক গৌরাঙ্গ নন্দী, সভাপতি এ্যাডঃ শামীমা সুলতানা শীলু, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা, নজরুল একাডেমীর সাধারণ সম্পাদক, মাসুদ মাহমুদ, খুলনা উন্নয়ন ফোরামের কো-চেয়ারম্যান ডাঃ সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, মহানগর ওয়ার্কার্স পাটির সভাপতি শেখ মফিদুল ইসলাম, জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদকমন্ডলী সদস্য দেলোয়ার উদ্দিন দিলু, খুলনা আর্ট স্কুলের পরিচালক বিধান চন্দ্র রায়সহ প্রশান্ত কুমার দাশ, ইসরাত আরা হীরা, সালমা জাহান, মাহবুব আলম বাদশা প্রমুখ।

এসময় স্মারকলিপি প্রাদানকারীরা জানান, নগরীর দৌলতপুরে শতবর্ষী মহেশ্বরপাশা স্কুল অব আর্ট’ ভবনটি রক্ষায় চলতি বছরের ২২ ফেব্রæয়ারী খুলনা সার্কিট হাউসে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক সভাপতিত্ব করেছিলেন এবং স্থানীয় সংসদ সদস্য ও শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান ও কেসিসি মেয়র তালুকদার আব্দুল খালেক উপস্থিত ছিলেন। ওই সভায় ভবনটির পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য একটি কারিগরি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। ভবনটির কাঠামোগত দিক বিবেচনা করে কিভাবে এটিকে রক্ষা করা যাবে কমিটির সেই পরামর্শ দেয়ার কথা ছিল। সঙ্গত কারণেই আমরা ধরে নিয়েছিলাম ভবনটি রক্ষা পাবে। কিন্তু এখন দেখছি উন্নয়ন কর্মকাÐের কারণে ভবনটি ভেঙ্গে পড়েছে দাবি করে ভবনটির চিহ্ন মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে। যা খুবই দুঃখজনক।
তারা আরও জানান, রাজনৈতিক ও প্রশাসনিক নেতৃবৃন্দ অঙ্গীকার করেছিলেন যে, খুলনা মহানগরীর মহেশ্বরপাশা আর্ট স্কুলের শতবর্ষী ভবনটি রক্ষা করেই সকল উন্নয়ন কর্মকাÐ বাস্তবায়ন করা হবে। কিন্তু উন্নয়ন কর্মকাÐের চাপে ওই ভবনের একাংশ ভেঙ্গে গেছে। আমাদের অভিযোগ, পরিকল্পিতভাবে ভবনটি ভেঙ্গে ফেলার অংশ হিসেবেই ওই চত্ত¡রে একটি আধুনিক ভবন নির্মাণের পাইলিং কাজের কারণে ভবনটির একাংশ ভেঙ্গে পড়েছে। আমাদের দাবি, ইতিহাস-ঐতিহ্যের ধারক এই ভবনটি রক্ষা করে নতুন অবকাঠামো নির্মাণ করা ও পাশাপাশি ওই ভবনটিকে আর্ট গ্যালারী হিসেবে গড়ে তোলা হোক।