বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও খুলনা অঞ্চল পরিচালক সাবেক কাউন্সিল মাস্টার শফিকুল আলম বলেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমিকদের জন্য কাজ করে থাকে। শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমিকদের সংগঠন। শ্রমিক কল্যাণ ফেডারেশন মজলুমদের প্রতিষ্ঠান। সকল শ্রমিকদের সমন্বয়ে এই শ্রমিক কল্যাণ ফেডারেশন। সকল শ্রমিকদের আমরা পাশে দাঁড়াবো। শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাধ্যমে আমরা শ্রমিকদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিব ইনশাআল্লাহ। খুলনা মহানগরীর শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে শুক্রবার রাত (১৩ ডিসেম্বর) ৮টায় নিজেস্ব কার্যালয়ে দৌলতপুর জুট প্রেস এন্ড বেলিং ওয়ার্কার্স ইউনিয়ন ( রেজিঃনং-১১৫৫) এর নব নির্বাচিতদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।
মহানগরী সভাপতি আজিজুল ইসলাম ফারাজী এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম মাহফুজুর রহমান এর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন খুলনা মহানগরীর প্রধান উপদেষ্টা অধ্যাপক মাহফুজুর রহমান, উপদেষ্টা অধ্যাপক ইকবাল হোসেন, ফেডারেশন এর খুলনা অঞ্চলের সহকারি পরিচালক শ্রমিক নেতা খান গোলাম রসুল। এ সময় শ্রমিক নেতা ডা. সাইফুজ্জামান, দবির উদ্দিন, মালেক মুন্সী, কামরুল ইসলাম, আবুল হোসেন, মুজাহিদুল ইসলাম, রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
দৌলতপুর জুট প্রেস এন্ড বেলিং ওয়ার্কার্স ইউনিয়ন ১১৫৫ এর নির্বাচিত ৩০ জনের মধ্যে এ সময় নবনির্বাচিত সভাপতি আব্দুল খালেক হাওলাদার, সিনিয়র সহ সভাপতি মো. দেলোয়ার হোসেন, সহ সভাপতি আক্কাস চাকলাদার-১, মো. শরিফুল ইসলাম শরিফ-২, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম মিঠু, সহ সম্পাদক মো. রেজাউল শেখ-২, সাংগঠনিক সম্পাদক নাসির মুন্সী, সহ সাংগঠনিক সম্পাদক মো. কামরুল শেখ, মো. বাবুল শিকদার, প্রচার সম্পাদক মো. আবুল কালাম আজাদ, দপ্তর সম্পাদক মো. আব্দুস সালাম খাঁ, শিক্ষা সাংস্কৃতিক সম্পাদক মো. রিপন হাওলাদার, কোষাধ্যক্ষ মো. মাসুদ খাঁ, কার্যনির্বাহী সদস্য মো. আনসার মোল্লা, মো. আলমগীর মোল্লা, মো. কামরুল শেখ, মো. জাহাঙ্গীর হাওলাদার, মো. আজগর হোসেন, ফেরদাউস সিফাই, মো. নান্টু মৃধা, মো. বাবু শেখ, মো. মিলন শেখ, মো. ইসমাইল খাঁ, মো. কালু মাঝি, মো. মেহদী হাসান বাবু, মো. সেলিম মোল্লা বিলু, মো. ওহাব আলী শিকদার, মো. কাইয়ুম মুন্সীসহ ২৮ নেতা উপস্থিত ছিলেন।
তিনি আরও বলেন, জুলাই-আগস্ট আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এছাড়াও যাদেরকে ফ্যাসিস্ট সরকারের সময় ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করা হয়েছে আমরা তাদের স্মরণ করছি। আজকে সমাজে যারা নেতৃত্ব দিচ্ছে সেখানে শ্রমিক ও মালিকদের মধ্যে আল্লাহ তা’আলা কোন বৈষম্য রাখেনি। আল্লাহর আইনে সকলেই এক। শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমিকদের ন্যায্য আইন ও ন্যায্য অধিকার ফিরেয়ে দেওয়ার জন্য কাজ করছে।
ঊ/আ-এইচআর