UsharAlo logo
সোমবার, ১৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

দৌলতপুরে আলোচিত কলেজছাত্র খুনের প্রতিবাদে মানববন্ধন

koushikkln
জুলাই ৪, ২০২২ ৫:৫৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক :নগরীর দৌলতপুরস্থ পাবলা সাহাপাড়ার বাসিন্দা সৈয়দ তৌহিদুন্নবীর পুত্র রায়ের মহল ডিগ্রী কলেজের ছাত্র তাহমিদুন্নবী তাহমিদকে নৃশংসভাবে হত্যা করায় ফুঁসে ওঠেছে গোটা এলাকাবাসী। তারই প্রতিবাদে সোমবার (৪ জুলাই) সকাল সাড়ে ১১ টায় নগরীর দৌলতপুররস্থ খুলনা-যশোর মহাসড়ক সংলগ্ন নতুনরাস্তা কবরস্থান জামে মসজিদ সম্মুখে পাবলা এলাকাবাসীর উদ্যোগে কেসিসি’র সংরক্ষিত কাউন্সিলর সাহিদা বেগমের সভাপতিত্বে ও সিরাজুল ইসলাম অপুর পরিচালনায় পরিকল্পিত এই হত্যাকান্ডের সুষ্ঠ তদন্ত, হত্যার মূল আসামী পলাশকে দ্রুত গ্রেফতারসহ খুনিদের সর্ব্বোচ শাস্তির দাবিতে এক প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

প্রতিবাদী মানববন্ধনে উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন নগর কমিটির সাঃ সম্পাদক এম.এ মান্নান বাবলু, রায়ের মহল ডিগ্রী কলেজের শিক্ষক আবুল কালাম আজাদ, নিহত তাহমিদের বড় দুলাভাই মোঃ রবিউল গাজী উজ্জল, নিহতের একমাত্র বোন সৈয়দা আমেনা তন্নি, দৌলতপুর বেবীটেক্সী ইউনিয়নের যুগ্ম- সম্পাদক মোঃ মহিদুল ইসলাম, দৌলতপুর দিবা-নৈশ কলেজ ছাত্রলীগের সাঃ সম্পাদক শেখ শান্ত ইসলাম, ছাত্রলীগ নেতা আবু তালেব বন্দ, সুধী সমাজের জাবেদ ইকবাল রনি, রুপম, অমিত কুমার সাহাসহ এলাকার সর্বস্তরের ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ। প্রতিবাদী মানববন্ধনে বক্তারা বলেন, পাবলা সাহাপাড়ার বাসিন্দা কলেজ ছাত্র সৈয়দ তাহমিদুন্নবী তাহসিনকে যেভাবে নির্মম ও নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে, নৃশংস এইহত্যাকান্ডের মুল আসামি মোঃ পলাশ শেখ ওরফে বাটালি পলাশকে এখনো গ্রেফতার করতে ব্যর্থ প্রশাসন। অনতিবিলম্বে এই নারকীয় হত্যাকান্ডের সুষ্ঠু তদন্তসহ প্রধান খুনি পলাশ এবং হত্যার নৈপথ্যে থাকা রাঘব-বোয়ালদের গ্রেফতার পূর্বক সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়েছে। নইলে নিহতের পরিবারসহ এলাকাবাসী নির্মম এ হত্যাকান্ডের সুষ্ঠ বিচারের দাবিতে রাজপথে থেকে আরো বৃহত্তর কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন।

উল্লেখ্য, গত ৩০ জুন দুপুরে দুর্ধষ খুনিদের ধারালো অস্ত্রের আঘাতে মারাত্বক জখমের শিকার কলেজের ছাত্র সৈয়দ তাহমিদুন্নবী তাহসিন। অতঃপর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই ঘটনার রাতেই তার মৃত্যু হয়। মানববন্ধনে সার্বিক আইন শৃংঙ্খলার দায়িত্বে থাকা দৌলতপুর থানা পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন নিহতের পরিবারের স্বজনেরাসহ এলাকাবাসী।

কলেজছাত্র খুনের আসামী রিমাণ্ডে

নগরীর পাবলা সাহাপাড়া এলাকায় গত ৩০ জুন (বৃহস্পতিবার) দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের (বাটালীর) আঘাতে মারাত্বক জখমের শিকার হন কলেজের ছাত্র সৈয়দ তাহমিদুন্নবী তাহমিদ। অতঃপর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই ঘটনার রাতেই তার মৃত্যু হয়। ওই হত্যাকান্ডের ঘটনায় ১ জুলাই (শুক্রবার) নিহতের পিতা সংশ্লিষ্ট থানায় হত্যার অভিযোগে দেয়ানা পাখির মোড় এলাকার বাসিন্দা কাঠমিস্ত্রি মোঃ পলাশ শেখ (৪০) ও মোঃ পিয়াল শেখ (২২) বিরুদ্ধে মামলা দায়ের করেন। আলোচিত এই হত্যাকান্ডের ঘটনায় দিন পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থল হতে এজাহারনামীয় আসামী পিয়ালকে গ্রেফতার করলেও হত্যার খলনায়ক মোঃ পলাশ শেখ কে এখন পর্যন্ত গ্রেফতার করতে পারেনি।

পুলিশ জানায়, গত ৩০ জুন (বৃহস্পতিবার) পাবলা সাহাপাড়া এলাকায় কলেজ ছাত্র তাহমিদকে গুরুতর জমখের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আসামী মোঃ পিয়ালকে গ্রেফতার করে অতঃপর বিজ্ঞ মহানগর আদালতে প্রেরণ করার পাশাপাশি জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ডের আবেদন দাখিল করা হয়। দাখিলকৃত আবেদনের ভিত্তিতে আজ সোমবার (৪ জুলাই) বিজ্ঞ মহানগর আদালতে শুনানি শেষে আসামী পিয়ালকে জিজ্ঞাসাবাদের জন্য ২ দিনের রিমান্ডের আবেদন মজ্ঞুর করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ মিজানুর রহমান প্রবাহকে জানান, কলেজ ছাত্র তৌহিদুন্নবী তাহমিদ হত্যাকান্ডের ঘটনায় গ্রেফতার হওয়া আসামী পিয়ালকে বিজ্ঞ মহানগর আলাদতে প্রেরনের পাশাপাশি জিজ্ঞাসাবাদের জন্য ৫দিনের রিমান্ডের আবেদন করা হয়, তারই প্রেক্ষিতে আজ সোমবার (৪ জুন) শুনানি শেষে বিজ্ঞ মহানগর আদালত গ্রেফতারকৃত আসামী মোঃ পিয়ালের ২ দিনের রিমান্ড মজ্ঞুর করেন। বর্তমানে এই হত্যাকান্ডের এজাহারনামীয় ২নং আসামী পিয়াল পুলিশি হেফাজতে আছে। একই সাথে মামলার ১নং আসামী পলাশকে গ্রেফতারের ব্যাপারে অভিযান চলছে।