ঊষার আলো প্রতিবেদক : কেএমপির দৌলতপুর থানার অভিযানে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ৯ হাজার টাকাসহ ২ জন গ্রেফতার হয়েছে।
মঙ্গলবার(৯জুন) কেএমপির সূত্র জানায়, গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর দৌলতপুর থানা পুলিশের অভিযানে দুই জুয়াড়ী ধরা পড়ে। এসময় তাদের কাছ থেকে তিন বান্ডিল তাস, ৯হাজার টাকা, একটি রিক্সেনের পাটি এবং লাল ও নীল সাদা রংয়ের চেক গামছা আলামত হিসাবে উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, দক্ষিণ কাশিপুর সেলিমের বাড়ীর ভাড়াটিয়া মোঃ হাসান (২৫), এবং বয়রা আইজের মোড়, রেজাউলের বাড়ীর ভাড়াটিয়া মোঃ আশরাফ ফকির (৫২), । এদেরকে দৌলতপুর দক্ষিণ কাশিপুর নতুন রাস্তার মোড়স্থ রেল লাইনের পূর্ব পাশে পরিত্যক্ত ফাঁকা টিনের ঘর থেকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত দুইজনকে জিজ্ঞাসাবাদে জানা যায়, অজ্ঞাতনামা ৪-৫ জন আসামী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছে। এ ঘটনায় গ্রেফতারকৃত জুয়াড়ীদের বিরুদ্ধে দৌলতপুর থানায় ১৮৬৭ সালের জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে।
(ঊষার আলো-আরএম)