UsharAlo logo
বৃহস্পতিবার, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দৌলতপুরে সাবেক বিজেএ’র চেয়ারম্যানের জানাযায় সিটি মেয়র

ঊষার আলো
এপ্রিল ১৮, ২০২১ ১০:০৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : নগরীর দৌলতপুর দেয়ানা গ্রামের কৃতি সন্তান, সাবেক বিজেএ’র চেয়ারম্যান, বিশিষ্ট পাট ব্যবসায়ী, সমাজ সেবক, শাহী জামে মসজিদ, মরহুম ইমতিয়াজ উদ্দিন মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও দেয়ানা দক্ষিণপাড়া মোহাম্মাদীয়া মাদ্রাসার সাবেক সভাপতি শেখ মাহফুজুল হক (৬৯), বার্ধক্য জনিত কারণে শনিবার (১৭ এপ্রিল) রাত ১০টায় হোসেনশাহ্ রোডস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্যক গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাযার নামাজ রোববার (১৮ এপ্রিল) বেলা ১১টায় দেয়ানা দক্ষিণপাড়া মাঠে অনুষ্ঠিত হয়। নামাজের জানাযায় উপস্থিত ছিলেন, নগর আ’লীগের সভাপতি ও কেসিসি মেয়র তালুকদার আব্দুল খালেক, নগর আ’লীগ সাঃ সম্পাদক এমডিএ বাবুল রানা। এছাড়া উপস্থিত ছিলেন, নগর আ’লীগের সহ-সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, নগর আ’লীগের দপ্তর সম্পাদক মুন্সি মাহাবুবুল আলম সোহাগ, সাবেক কেসিসি মেয়র মোঃ মনিরুজ্জামান মনি, বিজেএ’র চেয়ারম্যান, দৌলতপুর থানা আ’লীগ সভাপতি শেখ সৈয়দ আলী, নগর আ’লীগ নেতা ও সাবেক প্যানেল মেয়র মোঃ মনিরুজ্জামান খান খোকন, দৌলতপুর থানা আ’লীগ সাঃ সম্পাদক শহীদুল ইসলাম বন্দ, বীর মুক্তিযোদ্ধা শেখ মোশারেফ হোসেন, শেখ ওবায়দুল্লাহ রনো, হারুন বন্দ, সাবেক চেয়ারম্যান আঃ মালেক মোড়ল, থানা বিএনপি সভাপতি শেখ মুশাররফ হোসেন, শাহিন জামাল পণ, ৫নং ওয়ার্ড কাউন্সিলর ও আ’লীগ নেতা শেখ মোহাম্মাদ আলী, বিশিষ্ট পাট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ ফজলুর রহমান শরীফ, সোবহান শরীফ, কুতুবউদ্দিন, মোঃ সাইফুল ইসলাম পিয়াস, এফ.এম সাইফুজ্জামান মুকুল, মাহবুবুল হক, ডাঃ এম এ মান্নান, আঃ রউফ মোড়ল, শেখ মফিজুর রহমান হিরু, শেখ অহিদুজ্জামান, এ্যাড. মোফাজ্জেল আলম বন্দ, সাইদুর রহমান বন্দ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক শেখ দাউদ হায়দার, কাউন্সিলর কবির হোসেন কবু মোল্লা, শেখ শামসুদ্দিন আহম্মেদ প্রিন্স, সাবেক কাউন্সিলর শেখ রুহুল আমিন, রুবায়েত হোসেন বাবু মেহেদী হাসান মোড়ল, মাসুদ বন্দ, বাচ্চু মোড়ল, জামিরুল বন্দ, আসাদ বন্দ, নান্নু মোড়ল, আরিফ মোড়ল, রিপন মোড়ল, আসাদুজ্জামান আসাদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের ব্যাক্তিবর্গসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। জানাযার নামাজ শেষে মরহুমের পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।

(ঊষার আলো-এমএনএস)