ঊষার আলো ডেস্ক : বাংলাদেশ যুব ইউনিয়নের দ্বাদশ জাতীয় সম্মেলন আগামী ১৩-১৪ জানুয়ারি ২০২৩ সফলের লক্ষ্যে যুব ইউনিয়ন খুলনা মহানগর কমিটির এক সভা ২৫ ডিসেম্বর ২০২২ রবিবার বেলা সাড়ে ১১টায় নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। মহানগর সভাপতি আফজাল হোসেন রাজুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সৈয়দ রিয়াসাত আলী রিয়াজের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য এ্যাড. মোঃ বাবুল হাওলাদার। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সদস্য এ্যাড. নিত্যানন্দ ঢালী। অতিথি ছিলেন খুলনা জেলা সভাপতি ধীমান বিশ্বাস ও সাধারণ সম্পাদক মৌফারশের আলম লেনিন।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর সহ-সভাপতি শাহ অহিদুজ্জামান জাহাঙ্গীর, প্লাবন পাল বাধন, সহ-সাধারণ সম্পাদক রাম প্রসাদ রায়, যুব নেতা ডা. গৌরাঙ্গ সমাদ্দার, মিঠুন ম-ল প্রমুখ। সভায় বক্তারা দেশে লাগামহীন দুর্নীতি, অর্থপাচার, লুটপাট, দুঃশাসন রুখে দিয়ে বিপুল কর্মহীন যুবকদের কর্মসংস্থান ও ভোটাধিকারের সংগ্রামে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাওয়ার আহ্বান জানান। সভায় আগামী ১৩-১৪ জানুয়ারি ২০২৩ দ্বাদশ জাতীয় সম্মেলন সফলের লক্ষ্যে বিভিন্ন সাংগঠনিক কর্মসূচি গ্রহণ করা হয়।