UsharAlo logo
মঙ্গলবার, ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দ্বিতীয় দিন ১১০টি পণ্যবাহী ইজিবাইকের লাইসেন্স প্রদান কেসিসির

koushikkln
সেপ্টেম্বর ৫, ২০২২ ১০:২০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে ১ হাজার ৭৯২টি পণ্যবাহী ইজিবাইককে লাইসেন্স দেয়া শুরু করেছে। রোববার সকাল ৮টা থেকে নগরীর শহীদ হাদিস পার্কে লাইসেন্স বিতরণ কার্যক্রম শুরু হয়। চলবে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত। সোমবার দ্বিতীয় দিন ১১০টি পণ্যবাহী ইজিবাইকের লাইসেন্স প্রদান করা হয়।

কেসিসির লাইসেন্স শাখা সূত্রে জানা গেছে, মঙ্গলবার ১৭, ১৮ ও ১৯নং ওয়ার্ড, বুধবার ২০, ২১ ও ২২নং ওয়ার্ড, বৃহস্পতিবার ২৩, ২৪ ও ২৫নং ওয়ার্ডের লাইসেন্স দেওয়া হবে। শুক্র ও শনিবার ছুটি শেষে ১১ সেপ্টেম্বর রোববার ২৬ থেকে ২৯নং ওয়ার্ড, ১২ সেপ্টেম্বর ৩০ ও ৩১নং ওয়ার্ড এবং ১৩ সেপ্টেম্বর বিশেষ তালিকা ও বাদ পড়াদের লাইসেন্স দেওয়া হবে। নির্ধারিত দিনে নির্দিষ্ট ওয়ার্ডের আবেদনকারীদের জাতীয় পরিচয়পত্রের মূল কপি, ১০ হাজার টাকার পে-অর্ডারের মূল কপিসহ ইজিবাইক নিয়ে হাদিস পার্কে উপস্থিত থাকতে বলা হয়েছে।