UsharAlo logo
মঙ্গলবার, ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

ধর্মীয় উন্মাদনায় যারা দেশকে ক্ষতি করছেন তাদের সম্পর্কে সতর্ক থাকুন : বাবু

usharalodesk
এপ্রিল ৯, ২০২১ ৭:৫৯ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু বলেছেন মসজিদ, মন্দির ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানসহ রাস্তা-ঘাট, শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়নে ভুমিকা রেখে আমি আপনাদের মাঝে খাদেম হয়ে থাকতে চাই। শুক্রবার (৯ এপ্রিল) জুম্মার নামাজের পূর্বে পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়নের নব-নির্মিত কাশিমনগর বায়তুল নূর জামে মসজিদ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পবিত্র মাহে রমজান মহান আল্লাহর কাছে মাফ চাওয়ার মাস উল্লেখ করে তিনি আরও বলেন, ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করে যারা তান্ডব করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন তাদের সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ দেন।
মসজিদ উদ্বোধনকালে মুসুল্লীদের উদ্দেশ্যে এমপি আক্তারুজ্জামান বাবু দেশে মহামারী করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে সকলকে মাস্ক ব্যবহার, সামাজিক দুরত্ব বজায় রাখাসহ সরকারী নির্দেশনা মেনে চলার অনুরোধ করেন। মসজিদ উদ্বোধন শেষে এলাকাবাসির সাথে মতবিনিময় কালে আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা আ’লীগের যুগ্ম-সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, কপিলমুনি ইউপি চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাবেক নেতা কওসার আলী জোয়াদ্দার, সাবেক চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস, শেখ ইকবাল হোসেন খোকন, প্রভাষক ময়নুল ইসলাম, জেলা যুবলীগ নেতা জসিম উদ্দিন বাবু, শামীম সরকার, স্নেহেন্দু বিকাশ, উপজেলা যুবলীগের সাবেক নেতা আঃ রাজ্জাক রাজু, এমএম আজিজুল হাকিম, আকরামুল ইসলাম, উপজেলা শ্রমিক লীগের সভাপতি শাহাজান কবির, সাধারণ সম্পাদক কাউন্সিলর গফফার মোড়ল, পৌর কমিটির সভাপতি আনারুল ইসলাম, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, গোলাম মোস্তফা গাজী, বক্কার গাজী, শফিকুল ইসলাম, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান পারভেজ রনিসহ অনেকে। এছাড়া দিনভর হাড়িয়া নদীর ওপর টেন্ডার সম্পন্ন ৭ কোটি টাকা ব্যয়ে শংকরদানা ব্রীজ ও হাবিব নগর মাদ্রাসার চলমান কাজ, কপিলমুনিস্থ ভরতচন্দ্র হাসপাতালের উন্নয়ন কাজ, বিভিন্ন উন্নয়নমূলক ভবন এবং লতা-শংকরদানা রাস্তার নির্মাণ কাজ পরিদর্শন করেন সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু।
(ঊষার আলো-এমএনএস)