UsharAlo logo
রবিবার, ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় ড্রেন পরিষ্কার করতে গিয়ে মিলল মাথার খুলি!

ঊষার আলো
নভেম্বর ৭, ২০২২ ১২:৩৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট :নওগাঁয় পৌরসভার ড্রেন পরিষ্কার করতে গিয়ে আবর্জনার মধ্যে মানুষের একটি মাথার খুলি পাওয়া গেছে।সোমবার (০৭ নভেম্বর) সকালে নওগাঁ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পাটালিড়মোড়ের একটি ড্রেনে খুলিটি পাওয়া যায়।

পৌরসভার পরিচ্ছন্নতাকর্মী খাইরুল বলেন, প্রতিদিনের মতো আজ সকালে পাটালিড়মোড়ের একটি ড্রেন পরিস্কারের কাজ করছিলাম। এ সময় আবর্জনার মধ্যে মানুষের একটি মাথার খুলি দেখতে পাই। পরে বিষয়টি পুলিশকে জানাই।

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান জানান, খুলি পাওয়ার বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। উদ্ধার হওয়া মাথার খুলিটি পুলিশ হেফাজতে নেওয়া হবে। পরবর্তীতে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

ঊষার আলো-এসএ