ঊষার আলো ডেস্ক : খুলনা নগর উন্নয়নের কাজের ধীরগতিতে সৃষ্ট নগরবাসির ভোগান্তিতে গভীর উদ্বেগ জানিয়েছেন খুলনা মহানগর বিএনপি নেতৃবৃন্দ। সংশ্লিষ্টদের উদাসিনতায় মহানগরী জুড়ে ড্রেন নির্মাণ, সড়ক মেরামত ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থার কাজ চলছে অত্যন্ত ধীর গতিতে। ফলে কাজের অজুহাতে বেশির ভাগ সড়ক বন্ধ রেখেছে সংশ্লিষ্টরা। এতে করে একদিকে তীব্র যানজট সৃষ্টি হচ্ছে, অন্যদিকে ধুলার শহরে পরিণত হয়েছে খুলনা। সড়ক জুড়ে দেথা যাচ্ছে ড্রেনের খনন করা মাটির স্তূপ। কোথাও কোথাও রাখা হয়েছে বর্জ্য। ইট-বালুসহ বিভিন্ন নির্মাণসামগ্রী ও সরঞ্জাম সড়কের অর্ধেক অংশজুড়ে ফেলে রাখা হয়েছে। এতে বিঘ্নিত হচ্ছে পথচারীদের চলাচল ও ঘটছে ছোটবড় দুর্ঘটনা।
সোমবার (২৬ ডিসেম্বর) প্রদত্ত বিবৃতিতে বিএনপি নেতৃবৃন্দ নাগরিক সেবা দিতে ব্যর্থ হয়েছে সিটি কর্পোরেশন উল্লেখ করে আরো বলেন, শীতের শুরু থেকেই মারাত্মক ধুলোর নগরীতে পরিণত হয়েছে খুলনা। বিভিন্ন এলাকায় ধুলাবালির কারণে নগরবাসির চলাচল করা দুষ্কর হয়ে পড়েছে অথচ ধুলা পরিষ্কারের জন্য কোটি কোটি টাকা খরচ করে খুলনা সিটি কর্পোরেশন দুইটি ‘সুইপিং গাড়ি’ থাকলেও তা ব্যবহার করছে না কর্তৃপক্ষ। ধুলাবালির কারণে চর্ম, হাঁপানিসহ নানান জটিল রোগে আক্রান্ত হচ্ছে নগরীর অধিকাংশ মানুষ। অবিলম্বে নেতৃবৃন্দ ধুলা নিয়ন্ত্রনে এবং দ্রুত গতিতে নগর উন্নয়নের কাজ সমাপ্ত করার জন্য সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা, সদস্য সচিব শফিকুল আলম তুহিন।