ঊষার আলো প্রতিবেদক : গত ২৪ ঘন্টায় অভিযান চালিয়ে গাঁজা ও ইয়াবাসহ পাঁচ জন বিক্রেতাকে গ্রেফতার করেছে খুলনা মহানগর পুলিশ। রবিবার (১১ এপ্রিল) কেএমপি সূত্র জানায়, গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে পাঁচ জন গ্রেফতার হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা ও ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, নগরীর খালিশপুরের নিউজপ্রিন্ট এলাকার মোঃ আলামীন(২৫), খালিশপুর হাউজিং এস্টেট এলাকার মোঃ শামসুল ইসলাম ছেলে মোঃ হিমেল(২৮), সোনাডাঙ্গার বি,কে,রায় রোড এলাকার ওমর ফারুক ওরফে দুলাল(২৬), সোনাডাঙ্গার মহসিন উদ্দিন রোড এলাকার মোঃ আপন খাঁ(১৮) ও সোনাডাঙ্গার গোবরচাকা আলিশান মোড় এলাকার মোঃ হাসান ওরফে মিশু(২৬)। এদেরকে মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় এদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৪টি মাদক মামলা দায়ের করা হয়েছে।
(ঊষার আলো-এফএসপি)