UsharAlo logo
সোমবার, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

নগরীতে মাদক বিরোধী অভিযানে ৬ বিক্রেতা গ্রেফতার

pial
এপ্রিল ১৬, ২০২২ ৪:৫২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : নগরীতে কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৬ বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৫০ বোতল ফেন্সিডিল, ১৮০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৬২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছেন, মোছাঃ কলারোয়া থানার নাথপুর এলাকার শাহানারা খাতুন(৩৬), খালিশপুরের তৈয়বা কলোনীর মোঃ রাব্বি হোসেন হাওলাদার(২৮), অভয়নগরের নওয়াপাড়া গোয়াখোলা এলাকার মেহেদী হাসান (২৫) ও একই এলাকার মোঃ মিজানুর রহমান(৩৮), খানজাহান আলী থানার সেনপাড়া এলাকার মোঃ আউয়াল হোসেন(২২) এবং আড়ংঘাটার খানাবাড়ী এলাকার রাকিবুল হাসান(২৫)।

তাদেরকে খুলনা মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। আর এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৫ টি মাদক মামলা রুজু করা হয়েছে।

(ঊষার আলো-এফএসপি)