UsharAlo logo
বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

নগরীতে মাদক বিরোধী অভিযানে ৬ বিক্রেতা গ্রেফতার

pial
জুন ৮, ২০২২ ৪:১৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : নগরীতে কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৬ বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৭৫০ গ্রাম গাঁজা এবং ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃত হচ্ছেন, লবণচরার হরিণটানা শিশু বাগান এলাকার হযরত আলী লাদেন(২৩), দৌলতপুরের পাবলা মধ্য কারিকর পাড়া এলাকার মোঃ আজাহার বিশ্বাস@ হাজের(৫২), সোনাডাঙ্গার বকশিপাড়া এলাকার মোঃ নুরু শিকদার(৪৪), বটিয়াঘাটার বাঁশবাড়ীয়া আমতলা
এলাকার মোঃ আলামিন মোল্যা(৩৬), সোনাডাঙ্গার খোরশেদ নগর রোড এলাকার মোঃ মাহবুবুর রহমান(২৮) এবং খুলনার পূর্ব বানিয়া খামার ১৮২ বি কে মেইন রোডের শেখ ইমরান হোসেন@পরাগ(৪৫)। তাদেকে মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে।।

এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ০৫ টি মাদক মামলা রুজু করা হয়েছে।

(ঊষার আলো-এফএসপি)