ঊষার আলো ডেস্ক : নগরীতে কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৬ বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ২৭০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ০১ টি মোটর সাইকেল আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃত হচ্ছেন, খুলনার সামসুর রহমান রোড এলাকার কাজল কুমার দত্ত(২৯), খুলনার ১৪৯ এপ্রোচ রোড নতুন বাজার এলাকার মোঃ শহিদুল ইসলাম(৪৬), খুলনার মিঠুলায়তন এলাকার মোঃ শাহজাহান শিকদার(৪১), খুলনার ছবেদাতলার মোড় এলাকার শেখ সজিব(৩০), লবণচরার জাহানাবাদ স্কুলের গলি কৃষ্ণনগর এলঅকার নোমান খাঁন(২৭) এবং খুলনার ২ নং কাশেম সড়ক এলাকার তামিম হোসেন(২০)। তাদেরকে খুলনা মহানগরীর খুলনা ও সোনাডাঙ্গা মডেল থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে।
এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ০৪ টি মামলা রুজু করা হয়েছে।
(ঊষার আলো-এফএসপি)