ঊষার আলো ডেস্ক : নগরীতে কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৮ বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১৩৬ লিটার চোলাই মদ, ৯৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ০৩ বোতল ফেন্সিডিল আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হচ্ছেন, খুলনার স্টেশন রোড বার্মাশিল এলাকার বিষু সাহানী(২৮), খুলনার স্টেশন রোড এলাকার রাম বিশ্বস(৩২), সোনাডাঙ্গার দেবেনবাবু রোড এলাকার মোঃ তৌহিদুল ইসলাম সুমন(২০), দিঘলিয়ার সেনহাটি মধ্যপাড়া এলাকার রজব আলী ফকির(২৮), খুলনার টিবি ক্রস রোড এলাকার মোঃ পারভেজ ইসলাম(২৬), লবণচরার পুটিমারি কবিরাজপাড়া এলাকার তুহিন শেখ(২৮), দৌলতপুরের দক্ষিণ কাশিপুর এলাকার মোঃ মানিক বেপারী(৩২) এবং খালিশপুরের উত্তর কাশিপুর এলাকার হাসান আল মামুন(২৯)। তাদেরকে মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে।
এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ০৫ টি মাদক মামলা রুজু করা হয়েছে।
(ঊষার আলো-এফএসপি)