UsharAlo logo
মঙ্গলবার, ১লা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

নগরীতে মাদক বিরোধী অভিযানে ৪ বিক্রেতা গ্রেফতার

koushikkln
অক্টোবর ১০, ২০২২ ২:৫৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : নগরীতে কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৪ বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ২৮০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ২১০ গ্রাম গাঁজা আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হচ্ছেন, দৌলতপুরের পাবলা বনিকপাড়া এলাকার মোঃ সাজ্জাদ হোসেন(২৪), খুলনার নিউমার্কেট সংলগ্ন এলাকার মোঃ রবিউল ইসলাম(২২), রূপসার নবপল্লী গ্রামীণ টাওয়ারের মোড় ১নং আইচগাতী এলাকার মোঃ জিসান মল্লিক(১৯) এবং খালিশপুরের ১নং বিহারী ক্যাম্প এলাকার মোঃ সেলিম হাসান(২৯)। তাদেরকে মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে।

এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ০৪ টি মাদক মামলা রুজু করা হয়েছে।

(ঊষার আলো-এফএসপি)