UsharAlo logo
বুধবার, ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সোনাডাঙ্গা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ডাকাতির সরঞ্জামাদিসহ ৫ ডাকাত গ্রেফতার

pial
নভেম্বর ২৪, ২০২২ ৪:৪১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : নগরীতে সোনাডাঙ্গা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ডাকাতির সরঞ্জামাদিসহ পাঁচ ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। এ সময় গ্রেফতারকৃত এজাহারনামীয় ডাকাতদের মধ্য হতে ০১ নং আসামীর নিকট হতে ১৮ ইঞ্চি লম্বা ০১ টি কাটার; ০২ নং আসামীর নিকট হতে ৩৪ ইঞ্চি লম্বা ০১ টি সামোরা তলোয়ার; ০৩ নং আসামীর নিকট হতে ২১ ইঞ্চি লম্বা ০২ টি লোহার রড়; ০৪ নং আসামীর নিকট হতে ১০ ইঞ্চি লম্বা ০১ টি স্টিলের চাকু এবং ০৫ নং আসামীর নিকট হতে ১০ ইঞ্চি লম্বা ০১ টি কাচি (সিজার), ১২ ইঞ্চি লম্বা ০১টি ক্রু-ড্রাইভার ও ২২ ইঞ্চি লম্বা ০১ (এক)টি লোহার রড় এবং ডাকাতি কাজে ব্যবহৃত একটি mahindra ০১ টনি পিকআপ উদ্ধারপূর্বক জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছেন, বাগেরহাট সদরের সৈয়দপুর মোড়লপাড়া এলকার মোঃ বখতিয়ার শেখ(৩৪), রামপালের বারুইপাড়া চাকশ্রী ফয়লা রোড এলাকার মোঃ হামিদ মোল্লা(২৪), বাগেরহাট সদরের ভট্ট বালিয়াঘাটা এলাকার সুজন হাওলাদার(২৭), বাগেরহাট সদরের সৈয়দপুর মোড়লপাড়া এলাকার মতিয়ার রহমান(৩৮) এবং বটিয়াঘাটার লক্ষীখোলা মধ্যপাড়ার জিয়া শেখ(৩৮)। তাদেরকে ডাকাতির জন্য সমবেত হয়ে দেশীয় অস্ত্রে সু-সজ্জিত অবস্থায় ডাকাতির প্রস্তুতি গ্রহণকরাকালীন সময় হাতে নাতে গ্রেফতার করা হয়।

এ সংক্রান্তে সোনাডাঙ্গা মডেল থানার মামলা নং-১০, তাং-২৪/১১/২০২২ খ্রিঃ, ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড রুজু করা হয়েছে।।

(ঊষার আলো-এফএসপি)