ঊষার আলো প্রতিবেদক : গত ১৫ অক্টোবর রাত সাড়ে ১০টার সময় খুলনা মহানগর ডিবি পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে খালিশপুর থানাধীন ১০নং ওয়ার্ড বঙ্গবন্ধু সরকারী প্রাথমিক বিদ্যালয়ের গেটের সামনে পাঁকা রাস্তার উপর হতে নুর মোহাম্মাদ জনি(২৮) নামের এক যুবককে গ্রেফতার করে। তার কাছ থেকে চার রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়। সে বঙ্গবাসী বঙ্গবন্ধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোয়ার্টারের বাসিন্দা দিন মোহাম্মাদের ছেলে।
জিজ্ঞাসাবাদে জানা যায় গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন খুলনা মহানগর এলাকায় অস্ত্র ব্যবসা এবং অস্ত্র দিয়ে সন্ত্রাসী কার্যক্রম করে আসছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে খালিশপুর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।