UsharAlo logo
মঙ্গলবার, ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নগরীর ৫ ও ৯ নম্বর ওয়ার্ডকে মডেল ওয়ার্ড গড়তে করণীয় ও পরিকল্পনা উপস্থাপন

koushikkln
নভেম্বর ১৫, ২০২২ ৮:০৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : খুলনা সিটি করপোরেশন (কেসিসি)’র নগরীর ৫ ও ৯ নম্বর ওয়ার্ডকে মডেল ওয়ার্ড রূপ দিতে করণীয় ও পরিকল্পনা উপস্থাপন করা হয়েছে। এতে ওয়ার্ড দুটির পয়:নিস্কাশন, জলাবদ্ধতা নিরসনে কার্যকরী ড্রেনেজ ব্যবস্থা, কমিউনিটি-বসত বাড়িতে সুপেয় পানির নিয়মিত সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা ও স্বাস্থ্যসেবা নিশ্চিতের বিষয়গুলো গুরুত্বারোপ করা হয়েছে।

মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে নগর ভবনের শহীদ আলতাব মিলনায়তনে পরিবেশ সম্মত নাগরিক ‍সুবিধা বিষয়ক বেসরকারি সংস্থা সুশীলন কনসোর্টিয়াম বাস্তবায়নাধীন প্রকল্পের পরামর্শ সভায় এসব পরিকল্পনার কথা জানানো হয়।
নাগরিক নেতা মিনা আজিজুর রহমানের সভাপতিত্বে পরামর্শ সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। এতে মূল বক্তব্য উপস্থাপন করেন কুয়েট’র শিক্ষক তুষার কান্তি রায়। স্বাগত জানান পরিবর্তন খুলনার নির্বাহী পরিচালক এম নাজমুল আযম ডেভিড।
পরিবর্তনের শিরিন পারভীনের সঞ্চালনায় বিভিন্ন পর্বে  বক্তব্য দেন বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ উজ জামান, কাউন্সিলর শেখ মোহাম্মদ আলী, মো. মাফুজুর রহমান লিটন, কেসিসি’র প্রধান নির্বাহী লস্কর তাজুল ইসলাম, সচিব মো. আজমুল হক, কনজারভেন্সী কর্মকর্তা মো. আব্দুল আজিজ প্রমুখ।