ঊষার আলো ডেস্ক : নতুনতারা আন্তর্জাতিক সাহিত্য সংস্থার উদ্যেগে করোনা সংক্রমণ প্রতিরোধে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে শুক্রবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। এ সময়ে নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন নতুনতারা আন্তর্জাতিক সাহিত্যসংস্থার কেন্দ্রীয় উপদেষ্টা নাগরিক নেতা এড. মোঃ বাবুল হাওলাদার, কেন্দ্রীয় চেয়ারম্যান রোটারিয়ান পিপি কবি মোঃ নুরুল ইসলাম, প্রতিষ্ঠাতা কবি সাইফুর মিনা, জেলা সাধারণ সম্পাদক কবি শিরিনা পারভীন, এস এম দেলোয়ার হোসেন প্রমুখ। নেতৃবৃন্দ এ সময়ে সকলকে করোনা সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি পালন করে মাস্ক ব্যবহারের আহ্বান জানান।
(ঊষার আলো-এমএনএস)