ঊষার আলো রিপোর্ট: মাল্টি ক্লাব খুলনা ও আবাদ (খুবি) এর যৌথ প্রয়াস “নবজাগরণ ” অক্সিজেন ও টেলিমেডিসিন প্রকল্পে রোটারী ক্লাব অফ খুলনা সাউথ’র উদ্যোগে অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়েছে।
রোববার (৮ আগস্ট) সকালে আয়োজিত অনুষ্ঠানে সিলিন্ডার গ্রহন করেন প্রজেক্ট চেয়ার রোটাঃ আই পি পি এস এম নজরুল ইসলাম, প্রজেক্ট সেক্রেটারি রোটাঃ পি পি আশীষ দে, কোঅর্ডিনেটর রোটাঃ মাহামুদুর রহমান কার্নি ও শেখ মোহাম্মদ সেলিম। এসময় আরও উপস্থিত ছিলেন আর সি ভৈরব খুলনার পি পি পলাশ কুমার সাহা, পিপি ইন্দ্রজিত কুন্ডু গোপাল, আর সি খুলনা সাউথ এর পি পি মিজানুর রহমান জুয়েল, পি পি শাহরিয়ার রুবেল, ক্লাব সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, পি পি আসিফ আহম্মেদ সুমন , আর সি আধুনিক খুলনা সভাপতি হাসান আহমেদ মোল্লা, জোন সেক্রটারী রোটাঃ ইন্জিঃ মাহাবুবুর রহমান শামীম, রোটাঃ ফেরদৌসুর রহমান পিয়াস, রোটাঃ লিয়াকত হোসেন, রোটাঃ আছাদুজ্জামান রিয়াজ, রোটাঃ দিলীপ বর্মন, রোটাঃ ইফাত ন্যান্সি প্রমুখ