UsharAlo logo
সোমবার, ১৮ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

নবজাতকের নাম ঠিক করেই কোটি টাকা আয়!

pial
এপ্রিল ২৫, ২০২২ ৪:২২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : বিশ্বে বিভিন্ন পেশার মানুষ রয়েছেন। কিন্তু নামকরণকে পেশা বানিয়ে নিয়েছেন নিউ ইয়র্ক ইউনিভার্সিটির সাবেক এক শিক্ষার্থী। ২০১৫ সাল থেকে টেইলর এ. হামফ্রেই নামের সেই তরুণী নবজাতকদের নামকরণ করা শুরু করেন। আর এটা করেই আয় করেছেন লাখ লাখ টাকা। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে দ্য নিউ ইয়র্কার।

গত বছর প্রায় শতাধিক শিশুর নামকরণ করেছেন টেইলর এ. হামফ্রেই। whatsinababyname নামের তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রয়েছে। ১৫০০ ডলারের বিনিময়ে হামফ্রেই পছন্দের নামের এক তালিকা করে দেন। আর ১০ হাজার ডলারের বিনিময়ে নির্দিষ্ট নাম বাছাই করে দেন তিনি। এ জন্য অভিভাবকদের কাছ থেকে বিভিন্ন প্রশ্নের জবাব শুনে নেন। তাদের পরিবারের সদস্যদের নাম, আর্থ-সামাজিক অবস্থা ও জাতিগত ঐতিহ্য নিয়েও প্রশ্ন করেন। এছাড়া অনেকে সন্তান হওয়ার আগেই তার কাছে নাম ঠিক করার আবদার করেন।

টেইলর এ. হামফ্রেই পড়াশুনা শেষে চিত্রনাট্য লেখার কাজ বেছে নিয়েছিলেন। আর সেখানে চরিত্রের নাম দেওয়ার সময়টা ভীষণ উপভোগ করতেন। ছোটবেলায় তিনি বাচ্চাদের বই পড়তে ভীষণ ভালোবাসতেন। নামকরণের কাজটি তিনি খুব উপভোগ করেন। আর এখন এটিই তার পেশা হয়ে দাঁড়িয়েছে।
চিত্রনাট্য লেখা ছাড়াও আরও বিভিন্ন কাজে যুক্ত হয়েছিলেন। তবে এখন নবজাতকদের নামকরণ নিয়েই বেশির ভাগ সময় ব্যস্ত থাকেন ৩৩ বছর বয়সী টেইলর।

(ঊষার আলো-এফএসপি)