UsharAlo logo
শনিবার, ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নবাগত জেলা প্রশাসককে মহানগর পূজা পরিষদের মতবিনিময়

koushikkln
ডিসেম্বর ১৪, ২০২২ ৭:৫৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : খুলনা জেলার নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার ইয়াসির আরেফীনকে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগর শাখার পক্ষ থেকে ১৪ ডিসেম্বর বুধবার, বিকেল ৪টায় জেলা প্রশাসকের কার্যালয়ে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করা হয় এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

এ সময় নেতৃবৃন্দ তাঁর কর্মময় জীবন আরও বর্ণিল, গৌরবোজ্জ্বল ও মহিমান্বিত হবে বলে আশাবাদ ব্যাক্ত করেন এবং তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। জেলা প্রশাসক মহোদয় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

মতবিনিময়কালে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাদিকুর রহমান খান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পুলক কুমার ম-ল, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, কেন্দ্রীয় কমিটির সদস্য ও মহানগর সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কু-ু, সহ-সভাপতি এড. অলোকানন্দা দাস, অধ্যাপক তারক চাঁদ ঢালী, যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দে মিঠু, আইন বিষয়ক সম্পাদক এড. বিজন কৃষ্ণ ম-ল, কোষাধ্যক্ষ রতন কুমার নাথ, সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল ব্যানার্জী, সদর থানা সভাপতি বিকাশ কুমার সাহা, সাধারণ সম্পাদক বিপ্লব সাহা লব, সোনাডাঙ্গা থানা সাধারণ সম্পাদক রাম চন্দ্র পোদ্দার, মহানগর সম্পাদকম-লীর সদস্য সাংবাদিক বিমল সাহা, এড. বিশাখা দাস, ভোলানাথ দত্ত, নারায়ণ দাস, উজ্জ্বল রায়, অলোক দে, রবীন দাস, নিলয় সাহা, শুভ দে প্রমুখ নেতৃবৃন্দ।