UsharAlo logo
সোমবার, ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

নরেন্দ্র মোদীর আগমন উপলক্ষে শ্যামনগর যশোরেশ্বরী কালী মন্দির পরিদর্শনে ভারতের হাই কমিশনার

usharalodesk
মার্চ ২০, ২০২১ ১১:৩৫ অপরাহ্ণ
Link Copied!

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি : শ্যামনগর যশোরেশ্বরী কালী মন্দিরে ভারতের প্রধান মন্ত্রী নরেন্দ্র দামোদরদাস মোদীর আগমন উপলক্ষে প্রস্তুতি পরিদর্শনে ভারতের হাই কমিশনার বিক্রম দোরাস্বামী। আগামী ২৭ মার্চ ভারতের প্রধান মন্ত্রীর আগমন উপলক্ষে সাতক্ষীরা জেলার শ্যামনগরের ঈশ্বরীপুর যশোরেশ্বরী কালী মন্দিরে নিরাপত্তা সংক্রান্ত সার্বিক প্রস্ততি পর্যবেক্ষণ করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার বিক্রম দোরাস্বামী।
শনিবার (২০ মার্চ) দুপুর সোয়া ১২ টায় তিনি যশোরেশ্বরী কালী মন্দির এসে পৌঁছান। আসার সাথে সাথে শঙ্খর ধ্বনি, উলুধ্বনি, ঢাকঢোল পিটিয়ে তাকে বরণ করে নেন দেবীর পূজা দিতে আসা ভক্তবৃন্দরা। তারপর তিনি সাড়ে ১২টায় শনিবার (২০ মার্চ) সাপ্তাহিক পূজায় অংশ গ্রহণ করে পূজা দেন। পরবর্তীতে তিনি ভারত প্রধান মন্ত্রীর বিশ্রামাগার, মন্দির প্রাঙ্গণ, মন্দিরের নবনির্মিত রাস্তা এবং ৪ টি হেলিপ্যাড এলাকা পরিদর্শন করেন। পরবর্তিতে বিক্রম দোরাস্বামী বংশিপুর ঐতিহ্যবাসী শাহী মসজিদ পরিদর্শন করেন। হিন্দু ও মুসলিম পাশাপাশি দুইটি প্রাচীনকালের ঐতিহ্যবাসী উপসনালয় দেখে তিনি খুশি হন এবং শ্যামনগরের একটি বড় ঐতিহ্য হিসাবে তুলে ধরেন। এ সময় তার সফর সঙ্গী হিসেবে উপ¯ি’ত ছিলেন সহকারী হাই কমিশনার রাজেশ কুমার রায়না, প্রটোকল অফিসার অমরিশ কুমার, এডিশনাল ডিআইজি (ক্রাইম) নজরুল ইসলাম, সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল, সাতক্ষীরা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, শ্যামনগর উপজেলা চেয়ারম্যান আতাউল হক দোলন, শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার আ.ন.ম আবুজর গিফারী, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শহীদুল্লাহ, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ নাজমুল হুদাসহ প্রমূখ।

(ঊষার আলো-এমএনএস)