তেরখাদা প্রতিনিধি : হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল শহীদদের ৪৭ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া অনুষ্ঠান ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ হয়েছে।এ সময় সকল শহীদদের গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করে আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
উপজেলা যুবলীগের আয়োজনে বৃহস্পতিবার(১৮ আগস্ট) বিকাল তিনটার সময় শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে উপজেলা যুবলীগের সভাপতি ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এফ এম মফিজুর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মিজানুর রহমান হীরাঙ্গীরের পরিচালনায় অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা যুবলীগের সভাপতি ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান জামাল।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য মোঃ জামিল খান ,পাপিয়া সরোয়ার শিউলি , যুবনেতা জলিল তালুকদার, মাহফুজুর রহমান সোহাগ, জাকির সরদার, এ্যাডঃ বদরুল আলম তয়ন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন ইমু, চিশতি নাজমুল হাসান সম্রাট,আবিদ হাসান,ইসমাইল মির্জা,আহসান আহমেদ পাভেল, এস এম বদরুল আলম বাবর, এস এম ওবায়দুল্লাহ বাবু, মোঃ চুন্নু মোল্লা, শেখ শামীম হাসান , মোঃ রিয়াজুর রহমান, মোঃ জাহিদ হাসান, মোঃ সোহেল মোল্লা, মোঃ রেজওয়ান মোল্লা, মোঃ ফয়সাল, মো: মোরাদ তরফদার ,ইউপি সদস্য ইকরাদুল ইসলাম, ইউপি সদস্য কামরান শেখ, ইউপি সদস্য মোল্লা জিয়ার, উপজেলার ছয় ইউনিয়নের যুবলীগের সভাপতি, সাধারণ সম্পাদক বৃন্দ,শেখ হুসাইন আহমেদসহ উপজেলা আওয়ামী লীগ ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।