UsharAlo logo
শনিবার, ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

এবার নাম পরিবর্তনের পরিকল্পনা ফেসবুকের

ঊষার আলো
অক্টোবর ২০, ২০২১ ১:৪০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ইনকরপোরেশন তাদের নাম পরিবর্তনের জন্য পরিকল্পনা করছে। আগামী সপ্তাহে এ পরিবর্তন আসতে পারে।

মেটাভার্স কোম্পানি হিসেবে নিজেদের পুনর্গঠিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে। প্রত্যেক বছরে ফেসবুকের কর্মীদের নিয়ে ‘কানেক্ট’  নামের একটি সম্মেলন অনুষ্ঠিত হয়। আগামী ২৮ অক্টোবর বার্ষিক সেই সম্মেলন হওয়ার কথা রয়েছে।

আসন্ন সম্মেলনে ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ নাম পরিবর্তনের বিষয়টি নিয়ে আলোচনা করবেন । তবে আগেই নতুন নাম জানা যেতে পারে। মেটাভার্স মানে একটি ভার্চ্যুয়াল জগৎ। ইন্টারনেটের মাধ্যমে এ জগতে যুক্ত হতে পারবেন মানুষ। এ জগৎ বাস্তবতার সাথে ডিজিটাল সংমিশ্রণ। ভার্চ্যুয়াল রিয়েলিটি বা অগমেন্টেড রিয়েলিটির মাধ্যমে গড়ে ওঠার কারণে এটি ব্যবহারকারীদের নিজেকে আরও জীবন্ত মনে হবে।

(ঊ/আ-আরএম)