ঊষার আলো ডেস্ক : নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২২ উপলক্ষে ইউ এন এফ পি এর আর্থিক সহযোগিতায় একশান এইড এর কারিগরি সহযোগিতায় এবং জাগ্রত যুব সংঘ জেজেএস জিবিভি প্রকল্পের বাস্তবায়নে সুতারখালি ইউনিয়নে ৬ ডিসেম্বর জেজেএস নারী বান্ধব সেবা কেন্দ্রে পিঠা উৎসবের আয়োজন করা হয়।জিবিভি প্রকল্পের প্রতিটি নারী দল থেকে রকমারি পিঠা নিয়ে নারী বান্ধব সেবা কেন্দ্রে আসেন।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুতারখালী ইউনিয়ন পরিষদের ৪,৭,৯ নং ওয়ার্ডের মহিলা সদস্যা জনাবা বেবী নাজমিন,আরো উপস্থিত ছিলেন জেজে এস জিবিভি প্রকল্পের কেস ওয়ার্কার খাদিজা খাতুন,প্রভাতী রায় এবং মিড ওয়াইফ জেসমিন সুলতানা।
একই দিন বিকাল ৩টায় স্থানীয় সুতারখালী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে জিবিভি প্রকল্প কতৃক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুতারখালী ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মাসুম আলী ফকির,বিষেশ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন সুতারখালি ইউনিয়ন বিট পুলিশিং কর্মকর্তা এস আই নুর মোহাম্মাদ,সহকারী বিট পুলিশিং কর্মকর্তা এস আই রুবেল হোসেন,নলিয়ান নৌ থানার ইনচার্য মানসারুল আলম,জেজে এস জিবিভি প্রকল্পের কেস কোয়ার্ডিনেটর ওয়াহিদুজ্জামান তুহিন, জেজে এস কর্মকর্তা মাসুদ খান,ইউপি সদস্য নিমাই কুমার রায়,আইয়ুব আলি ঢালী,জাহিদ হাসান,সংরক্ষিত ওয়ার্ডের সদস্যা জাহিদা আক্তার,কেস ওর্কার খাদিজা খাতুন,প্রভাতী রায়,মিড ওয়াইফ জেসমিন সুলতানা। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেজেএস জিবিভি প্রকল্পের মেইল ভলেন্টিয়ার সেলিম গাজী।