ঊষার আলো ডেস্ক : গত ২৪ সেপ্টেম্বর রাতে ফরিদপুর জেলার বোয়ালমারী থানার সৈয়দপুর এলাকা থেকে নিখোঁজ হওয়া ভিকটিম রহিমা বেগম’কে উদ্ধারের স্বীকৃতি সরূপ অর্থ পুরস্কার দিয়েছেন কেএমপি কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা।
সোমবার ১০ অক্টোবর দুপুরে কেএমপি হেডকোয়ার্টার্স নিজ কার্যালয়ে পুলিশ কমিশনার এ পুরস্কার দেন। পুরস্কারপ্রাপ্তরা হলেন ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) মোল্লা জাহাঙ্গীর হোসেন এবং অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) মোঃ আব্দুর রহমান প্রমুখ।
এ-সময় আরো উপস্থিত ছিলেন কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) জনাব মোঃ সাজিদ হোসেন; ডেপুটি পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ আনোয়ার হোসেন; ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম এবং ডেপুটি পুলিশ কমিশনার (এফএন্ডবি) শেখ মনিরুজ্জামান মিঠু।