ঝিলপুকুরের কুচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল বলেছেন, ভোটের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য যদি আবারো রাস্তায় নেমে সংগ্রাম করতে হয়, যদি রক্ত দিতে হয়, জনগণের দাবির প্রতি অবিচল থেকে আবারো রাজপথে নেমে ভোটের অধিকার ফিরিয়ে আনা হবে।
সোমবার (১৮ মে) দুপুরে খুলনার খালিশপুরের ঐতিহ্যবাহী ঝিল পুকুরের পানি নিরাপদ ও ব্যবহারযোগ্য রাখতে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে কুচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এলাকার সুবিধাবঞ্চিত মানুষের কথা ভেবে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলের তত্ত্বাবধানে এলাকাবাসীর স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ঝিল পুকুরের কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ গ্রহন করা হয়। বকুল আরো বলেন, দীর্ঘ ৭ বছর ধরে ঝিলপুকুর জলবদ্ধতায় রয়েছে। নির্বাচিত সরকার ক্ষমতায় না থাকলে জনগণের দুর্ভোগ পোহাতে হয় তার বড় প্রমাণ এই পুকুরটি। এখানে তিনটি ওয়ার্ডের মানুষ তাদের নিত্যদিনের পানি ব্যবহার করে থাকে কিন্তু জবাবদিহিতামূলক সরকার না থাকার কারণে এই পুকুরের দুরবস্থা তৈরি হয়েছিলো। সেই দুরবস্থা থেকে স্থানীয়রা যাতে পরিত্রান পায় সেই চেষ্টা করা হচ্ছে। তিনি মাদকমুক্ত সমাজ গড়ে তোলার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়ে বলেন, ইতিমধ্যে খুলনায় বিএনপির পক্ষ থেকে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, খুলনা মহানগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, সাবেক যুগ্ম আহবায়ক চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, খালিশপুর থানা বিএনপির সভাপতি এড. শেখ মোহাম্মাদ আলী বাবু, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বিশ্বাস, খানজাহান আলী থানা বিএনপি’র সভাপতি কাজী মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আবু সাঈদ হাওলাদার আব্বাস, এছাড়া বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
দুইটি সাবমার্সিবল স্থাপন: রবিবার দুপুরে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক, খুলনা-৩ আসনের ধানের শীর্ষের প্রার্থী, মানবিক নেতা আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল নিজস্ব অর্থায়নে ও সার্বিক তত্ত্বাবধানে নগরীর ৯নং ওয়ার্ড এর বৈকালীস্থ পেট্রোলপাম্প এলাকায় ও দক্ষিন মুজগুন্নীর খৃস্টানপাড়ায় বসবাসরত মানুষের সুপেয় পানির জন্য স্থাপন দুটি সাবমার্সিবলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীকে বই প্রদান: প্রভাতী স্কুলের দশম শ্রেণী ছাত্র খালিশপুর পৌরসভার মোড় নিবাসী জুবায়েরকে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল ক্লাসের বই প্রদান করেন।
ঊআ-বিএস