UsharAlo logo
রবিবার, ৪ঠা মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নিস্কাশন ব্যবস্থায় নাগরিকদের ১০ দফা দাবি : বাস্তবায়নের আশ্বাস মেয়রের

koushikkln
আগস্ট ২২, ২০২২ ৫:৪০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : অচল ড্রেন সংস্কার, ঢাকনা প্রদান, সংযোগ রাস্তায় ড্রেন নির্মাণ, অবৈধ স্থাপনা উচ্ছেদ, খাল খনন, নিয়মিত ড্রেন পরিস্কার ও ড্রেনে বর্জ্য ফেলা বন্ধসহ নিস্কাশন ব্যবস্থার উন্নয়নে ১০ দফা বাস্তবায়নের প্রতিশ্রæতি দিয়েছেন খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক।

তিনি বলেছেন, সিটি করপোরেশন নাগরিকদের সেবা নিশ্চিতের জন্য কাজ করছে। বর্জ্য ও ড্রেনেজ ব্যবস্থাপনার উন্নয়নে কাজ অব্যাহত রয়েছে। এটি পুরোপুরি বাস্তবায়ন হলে মহানগরী আধুনিক চেহারা পাবে। এজন্য সাধারণ নাগরিকদেরও উন্নয়ন কাজে সহযোগীতা করতে হবে।

সোমবার (২২ আগস্ট) সকালে নগরীর বৈকালী মোড়ে নাগরিক সমাজ, শুভশক্তি ও সুসমাজের মানববন্ধনে সংহতি জানিয়ে এসব প্রতিশ্রæতি দেন।

মহানগরী খুলনার পানি নিস্কাশন চাহিদা পুরণে ১০ দফা দাবিতে নাগরিক সংগঠনগুলো যৌথভাবে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধনে বক্তব্য দেন নাগরিক সমাজের আহবায়ক মিনা আজিজুর রহমান, খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ উজ-জামান, নাগরিক নেতা শাহিন জামান পন, কেসিসি কাউন্সিলর শেখ মোহাম্মদ আলী, খুলনা ওয়াসার নির্বাহী প্রকৌশলী মো. রেজাউল ইসলাম, উন্নয়ন সংগঠক সুমনা বিনতে মাসুদ, মাইনুদ্দীন, সুশীলনের নির্বাহী প্রধান মোস্তফা নুরুজ্জামান, পরিবর্তনের নির্বাহী পরিচালক নাজমুল আজম ডেভিড, নারী নেত্রী ইসমত আরা হীরা, ঝরণা আক্তার বৃষ্টি, শরিফ শাকিল বিন আলম প্রমুখ।

মানববন্ধনে নগরীর বিভিন্ন ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি পেশার চার শতাধিক সাধারণ নাগরিক অংশ নেন।