UsharAlo logo
বুধবার, ২৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নিয়ন্ত্রণ হারিয়ে গাছকে ধাক্কা, ২০ যাত্রী আহত

ঊষার আলো
জানুয়ারি ৮, ২০২৩ ১:৩০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় গাছের সঙ্গে ধাক্কা লেগে একটি বাসের ২০ যাত্রী আহত হয়েছেন। ঘন কুয়াশার মধ্যে সড়কে অপর একটি গাড়িকে ওভারটেক করতে গেলে এ দুর্ঘটনা ঘটে।

রোববার (৮ জানুয়ারি) সকালে উপজেলায় সুদিয়াখলার শায়েস্তাগঞ্জ-হবিগঞ্জ বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। শায়েস্তাগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) মোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, সকালে হবিগঞ্জগামী বিরতিহীন একটি বাস নাম না জানা একটি গাড়িকে ওভারটেক করতে যায়। এসময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছে ধাক্কা লেগে দুমড়ে-মুচড়ে যায়। আহতদের মধ্যে বেশ কয়েকজন গুরুত্বর রয়েছেন।

ঊষার আলো-এসএ