UsharAlo logo
রবিবার, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

নড়াইলে বনি মোল্লা হত্যা মামলায় ২৬ জনের যাবজ্জীবন

usharalodesk
মার্চ ৩১, ২০২১ ২:১৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : নড়াইলের কালিয়া থানাধীন পারবিঞ্চপুর গ্রামের বনি মোল্লা (৩০) হত্যা মামলায় ২৬ জন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড, ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। অপরাধ প্রমাণিত না হওয়ায় চার আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। বুধবার (৩১ মার্চ) খুলনার দ্রæত বিচার ট্রাইব্যুনাল আদালতের বিচারক মোঃ নজরুল ইসলাম হাওলাদার এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণা কালে দন্ডপ্রাপ্ত ২৯ জন আসামি আদালতে উপস্থিত ছিলেন।
দন্ডপ্রাপ্ত আসামিরা হলেন, মফিজ বিশ্বাস(৪০), আলম শেখ(৩৯), আঃ সালাম শেখ(৪২), শরিফুল খা(৪৪), মামুন খান(৩৯), আশিক শিকদার(৩৩), সোহেল শিকদার(২৭), সবুজ শেখ(২২), সবুজ মোল্লা(৩২), খালিদ মোল্লা(২৬), খোকন মোল্লা(৫৫), কিবরিয়া মোল্যা(৫০), সাদি শেখ(১৮), আহাদুল শেখ(২৩), ইমদাদ শেখ, শরিফুল মোল্যা(৫৩), বাপ্পি শেখ(পলাতক), সুফিয়ান খাঁ(৪৩), আশরাফুল খাঁ(৩৭), আনোয়ার মোল্যা(৪৫), রনজু মোল্যা(৩৮), দুলাল খাঁ(৫০), শিপলু খান ওরফে পিকলু খাঁন(২৩), উজ্জল তালুকদার(৩৭), আশিক মোল্যা(২৩), মোঃ আজাদ শেখ(৩৭)। খালাস প্রাপ্তরা হলেন, বাবু মোল্যা(২৭), রকিবুল মোল্যা(৩৫), মোঃ মিলন শেখ(৩৮), সেলিম মোল্যা(৫২)।
মামলার বিবরণীতে জানা গেছে, ২০১৯ সালের ১১ মে সকাল ৮টায় গ্রাম্য শত্রæতার জেরে নড়াইলের কালিয়া থানাধীন পারবিঞ্চপুর গ্রামের ভেড়ী বাধের পশ্চিম বিলে ঘেরে থাকা বনি মোল্যাকে কুপিয়ে হত্যা করে আসামীরা। এঘটনায় নিহতের পিতা মোঃ হাশিম মোল্যা বাদী হয়ে কালিয়া থানায় মামলা দায়ের করেন যার নং-৫। এরপর ২০১৯ সালের ২৪ জুন মামলার তদন্ত অফিসার আদালতে চার্জশীট দাখিল করেন। পরে ২০২০ সালের ১৫ মার্চ আসামিদের বিরুদ্ধে আদালতে সম্পূরক চার্জশীট দাখিল করেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি এড. মো: আহাদুজ্জামান।