ঊষার আলো ডেস্ক : খুলনায় পথশিশুদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করেছে কালের কণ্ঠ শুভসংঘ খুলনা জেলা কমিটির সদস্যরা। শুক্রবার (১৮ নভেম্বর) বিকালে নগরীর রেল স্টেশন এলাকায় এ খাবার বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, পথশিশুরা অযতেœ-অবহেলায় কষ্টকর জীবন যাপন করে। তাঁরা এক বেলা কিছু খাবার জোটাতে পারলেও অনেক সময় অভুক্ত থাকতে হয়। এসব অবস্থা বিবেচনায় শুভসংঘ খুলনা জেলা সদস্যরা পথশিশুদের মাঝে খাবার বিতরণ করে। উন্নতমানের খাবার পেয়ে পথশিশুরাও সন্তষ্টি প্রকাশ করে।
খাবার বিরতণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কালের কণ্ঠ খুলনার নিজস্ব প্রতিবেদক কৌশিক দে, কালের কণ্ঠ শুভসংঘ খুলনা জেলা শাখার সভাপতি বিপুল কান্তি চৌধুরী, সাধারণ সম্পাদক মো. আবু সাঈদ খান, সহ-সভাপতি কাজী মাহবুব রহমান, মনিশংকর মন্ডল, মো. হাছিবুর রহমান আসিফ, যুগ্ম-সাধারণ সম্পাদক রাজীব সরকার রাহুল, উপ-ক্রীড়া সম্পাদক সিদ্ধার্থ সরকার, সদস্য সনৎ কুমার ঘরামী, রিপন শেখ প্রমুখ।